বিশেষ প্রতিনিধিঃ বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক। যিনি এসেছেন চাকুরি করতে। কিন্তু এসেই সাধারন মানুষের মনজয় করে ফেলেছেন। জনগনের কল্যানের কথা চিন্তা করে কখনো দায়িত্বের মধ্যে আবার কখনো দায়িত্বের বাইরে থেকেও একের পর এক কাজ করে যাচ্ছেন।
সাধারনত একজন সরকারী চাকুরীজিবির অফিস সময় সুচী সকাল ৯ টা থেকে ৪ পর্যন্ত কিন্তু ইউএনও আবু হাসানের কোন অফিসের কোন সময় সুচিই নেই।
দিনের ২৪ ঘন্টাই যেন তার অফিস।
বকশীগঞ্জের যোগদানের পর থেকেই তিনি তার হাতের যাদু দেখিয়েছেন।
এসেই উপজেলা পরিষদের ভিতরে দীর্ঘদিনের গাছপালা পরিস্কার করে প্রতিটি গাছের গোড়ায় রঙের কাজ করিয়েছেন।
ফলে উপজেলা পরিষদের ভিতরে ঢুকলেই প্রাণজুড়ানোর পাশাপাশি মনটাও জুড়িয়ে যায়।
সে কারনে বিকাল হলেই বাজারের লোকজন দলবেদে ছুটে যায় উপজেলা পরিষদের ভিতরে।
শুধু তাই নয়, নিজের অফিস ও উপজেলা চেয়ারম্যানের অফিসও সাজিয়েছেন নিজের মন মত করে।
এরই মধ্যে নিজের সরকারী বাসভবনও সৌন্দর্য বৃদ্ধি করেছেন।
সৌন্দর্যের পুজারী উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাস সবার নজর কেড়েছে। তিনি Uno Bakshiganj আইডি থেকে লেখেন “জলাবদ্ধতা বকশীগঞ্জ বাজার তথা পৌরসভার অন্যতম একটি সমস্যা। দীর্ঘমেয়াদি টেকসই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। সকলের পরামর্শ ও সহযোগিতা কাম্য।”
তার এই জনদরদী স্ট্যাটাস বকশীগঞ্জ পৌরসভায় বসবাসকারীদের দীর্ঘদিনে প্রানের ও অন্তরের দাবী। সাধারন মানুষের অন্তরের দাবী ইউএনও প্রকাশ কারায় বকশীগঞ্জে বসবাসকারী মানুষের অন্তরের মানুষ হিসাবে তিনি মানুষের অন্তরে ঠাই করে নিয়েছেন…. বিস্তারিত আসছে …