বিশেষ প্রতিনিধি ঃ জামালপুর-০১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগকে পাশ কাটিয়ে বিএনপি পন্থি লোকজদের সাথে নিয়ে সরকারী কাজ পরিচালনা করছেন বলে অভিযোগ করেছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় লিখিত বক্তব্যে বলেন, গত সাড়ে আট বছরে বকশীগঞ্জে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এর মধ্যে ৭৪ কোটি ব্যায়ে ব্রহ্মপুত্র নদীর উপর একটি ব্রীজের কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চারিদিকে উন্নয়ন যখন তুঙ্গে তখনী স্থানীয় এমপি আবুল কালাম আজাদের বিতকৃত কর্মকান্ডে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য বিগত ৩ বছর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সর্ম্পক বিচ্ছিন্ন করে চলেছেন। গত ২৩ জুন এমপি আবুল কালাম আজাদ এলাকায় অবস্থান করা স্বত্বেও তিনি আওয়ামীলীগের উদ্যোগের আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বর্জণ করেন।
এমপি ও আওয়ামীলীগের মধ্যে দ্বন্দ নিরসনে কয়েকবার চেষ্টার কথা উল্লেখ করে বলেন, একটি অপশক্তি এমপি ও আওয়ামীলীগের সাথে সর্ম্পক উন্নোয়নের পথে বাধা হিসাবে কাজ করছে। তারা তৃতীয় শক্তি হিসাবে লাভবান হচ্ছে।
এ অবস্থা বিরজমান থাকলে এই আসনে আওয়ামীলীগ প্রার্থীর ভরাডুবি হবে বলে উল্লেখ করে এমপি আবুল কালামকে উদ্দেশ্যে করে বলেন, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিয়ে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেই।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ সভাপতিত্ব করেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ওয়াহেদ সাদা, সহ সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি নজরুল ইসলাম সাত্তার, সহ সভাপতি সামিউল হক, যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, আলাল উদ্দিন, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসন লাজু, আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম মওলা, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক শংকর কুমার সাহা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আফসার আলী, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, ত্রান বিষয়ক মনিরুজ্জামান হিটলার, বন ও পরিবেশ সম্পাদক ফজলুল হক খুদু, কৃষি বিষয়ক সম্পাদক এ.কে.এম হান্নান সরকার,আইন বিষয়ক সাম্পাদক সফিকুল ইসলাম, সাংকৃতিক বিষয়ক সম্পাদক মীর্জা সাখাওয়াত হোসেন লাল, সহ দপ্তর সম্পাদক মানিক সাহা, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান, কোষাধ্যক্ষ শ্রী সুনীল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফরহাদ হোসেন প্রস্তাবিত উপজেলা যুবলীগের আহŸায়ক মারুফ সিদ্দিকী, ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজিব, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আজাদ হোসেন লাবলু, সদস্য সচিব মিষ্টার রানা, কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।