শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
Bengali Bengali English English
সদ্য পাওয়া :
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুর রিমান্ড মঞ্জুর বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ বকশীগঞ্জে ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষকে স্বাগত বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন বকশীগঞ্জে স্কুল থেকে ফেরার পথে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের শিকার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দেওয়ানগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৯ নেতাকর্মী আটক বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা

পুলিশ ও জনগনের সম্মিলিত উদ্যোগ নিলে সমাজে অপরাধ থাকবে না… আসলাম হোসেন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ১৩০৫ জন সংবাদটি পড়ছেন

বিশেষ প্রতিনিধিঃ সাধারণ জনগনের সাথে পুলিশের দূরত্ব কমাতে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এগিয়ে যাচ্ছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শুধু পুলিশের পক্ষে সব ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন পুলিশ ও জনগনের সম্মিলিত উদ্যোগ। আর এই উদ্দেশ্যেই ৩ জুলাই সোমবার চরকাউরিয়া মাঝপাড়া এলাকায় পুলিশের সাথে অত্র এলাকার জনগনের একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন।

উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা প্রকৌশলী নুরুল আমিন ফুরকানের সভাপতিত্বে ওসি আসলাম হোসেন বলেন, ‘যে কোন অপরাধ সংগঠিত হওয়ার জন্য তিনটি বিষয়ের প্রয়োজন পরে, যাকে পুলিশের ভাষায় বলা হয় ক্রাইম ট্রাইয়েংগেল। যেমন: অপরাধি, অপরাধের শিকার ও অপরাধের স্থান। আমরা সামাজিক ভাবে পুলিশ ও জনগনের অংশীদারিত্বের মাধ্যমে যদি এই তিনটি বিষয়ের একটি রোধ করতে পারি তবে আমাদের সমাজে অপরাধ অনেকটাই কমে যাবে। তবে এজন্য সবাইকে পুলিশের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের বকশীগঞ্জ উপজেলার সেক্রেটারী নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) নয়ন দাশ।

প্রসঙ্গত, ওসি আসলাম হোসেন বকশীগঞ্জ থানায় যোগদানের পর বাল্য বিয়ে ও মাদক নিয়ন্ত্রনে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন।

এর ফলশ্রুতিতে বকশীগঞ্জ উপজেলা প্রতিটি ইউনিয়নেই একটি করে কমিটি কাজ করে যাচ্ছে।

পছন্দ হলে শেয়ার করুন

এ ধরনের আরও সংবাদ
সাপ্তাহিক বকশীগঞ্জ
        Develop By CodeXive Software Inc.
HelloBangladesh