বিশেষ প্রতিনিধ ঃ জামালপুরঃ পুর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংর্ঘষে আবু সালেক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের তাৎক্ষনিক নাম ও পরিচয় পাওয়া যায়নি।
২৮ জুন বুধবার দুপুর ১টার দিকে বকশীগঞ্জ উপজেলার মেষেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আবু সালেক বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর গ্রামের আব্দুল ছালামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুবেল মাহামুদ জানান, পুর্ব শত্রুতার জের ধরে দুরে লস্কর আলীর লোকজনে সাথে ছালাম মিয়ার লোকজনের বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার আবু সালেক গরু নিয়ে বাড়ী ফেরার পথে লস্কর আলীর লোকজন পথে একা পেয়ে হামলা করলে ঘটনাস্থলের আবু সালেক মারা যায়।
এ ঘটনায় ৫জনকে আটক করা হয়েছে বলেও ওসি আরও জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আবু সালেকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।