বিশেষ প্রতিনিধি ঃ জামালপুরঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, জামালপুরের যোগাযোগ ব্যবস্থা অগ্রগতির মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতির গতিপ্রবাহের সৃষ্টি হয়েছে। এক গলির শহর হিসেবে পরিচিত ছিল আমাদের জামালপুর। বাইপাস উদ্ভোধনের মধ্য দিয়ে এক গলির শহরের দুর্ণাম মোচন হয়ে ৩ গলির শহরে পরিনত হলো।
শনিবার দুপুরে বিসিক এলাকায় বাইপাস মোড়ে সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়ক উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামালপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা প্রশাসক আহমেদ কবির, তত্বাবধায়ক প্রকৌশলী শওকত আলী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ বক্তব্য রাখেন।
পরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও সাবেক ভুমিমন্ত্রী রেজাউল ফিতা কেটে বাইপাস সড়কের উদ্ভোধন করেন।