বিশেষ প্রতিনিধি ঃ জামালপুর শহর ও মেলান্দহ থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা ও ১ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে জেলা পুলিশের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের পেয়ে শনিবার ভোর রাতে শহরতলীর শেখের ভিটার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ৩ মাদক ব্যবসায়ীকে করে। গ্রেফতারকৃত জিয়াউল হক, দেলোয়ার হোসেন ও নুর ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বাড়ি জামলপুরের মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায়।
অপরদিকে সদর থানা পুলিশ শহরের মুসলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।