জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে দু’সন্তানের জননীসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ৮ জুন সকাল ৯টার দিকে মহিরামকুল রাজাপুরের গোফফারের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলো-মনোয়ারা বেগম (৪২) ও প্রেমিক সুজন মিয়া (২২)। জানাগেছে, গত ৫জুন মনোয়ারা ও সুজন মিয়া পরকীয়ার টানে উধাও হয়। এ ব্যাপারে মনোয়ারার স্বামী আমানুল্লাহ (৫০) মেলান্দহ থানায় নিখোঁজের জিডি করেন। ওসি মাজহারুল করিম জানান-প্রেমিক যুগলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।