জামালপুর সংবাদদাতা ॥ ময়মনসিংহ বিভাগীয় জাতীয় জাতীয় শিশু-কিশোর কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন জামালপুরের মেলান্দহের কিশোর হাফেজ মো: সোলায়মান ইসলাম। সোলায়মার মেলান্দহ সদর হাফেজিয়া মাদ্রাসা থেকে অংশ গ্রহণ করেছে। সে মুুদির দোকান্দার বাদশা মিয়া ওরফে বানুর ছেলে। গত ৭জুন ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শ্রেষ্ঠ বিজয়ী হাফেজ সোলায়মানের হাতে ক্রেস্ট-সনদ তুলে দেন। বিভাগীয় কমিশনার সালেহ উদ্দিন এতে প্রধান অতিথি এবং অতিরিক্ত ডিআইজি উক্কাছ উদ্দিন ভুয়াই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামকি ফাউন্ডেশনের পরিচালক মহিউদ্দিনের সভাপতিত্ব করেন। হাফেজ সোলায়মান সকলের দোয়া প্রার্থী।