"তুমি ও স্বপ্ন" মো:নুরুল আমিন তুমি আমার স্বপ্নের লুকোচুরি অরক্ষিত হৃদয়ের ঢেউ, নীল আকাশ স্বপ্ন তুমি ঘুম ভাঙ্গানো কেউ। তুমি চৈতালী হৃদয় কুঠিরে ভিঞ্চির আঁকা মোনালিসা, গভীর রাতের বেদনা তুমি যেন তৃষ্ণার্ত চাতক লালসা । তুমি আয়না, চিত্তে আঁকা কষ্টের দৃষ্টি হৃদয় মোহনায় বেদনা কাতর স্বপ্নের লুটোপুটি, বৈশাখী ঝড়ের কবলে স্বপ্ন গুলোর কানামাছি হৃদয় ললাটে স্বপ্ন হারানোর চুম্বন এঁকেছি। আমার কবিতার অভিলাষে কাঁদতে পারিনা অপরিপক্ষ স্বপ্নের অকাল মৃত্যুর ভয়ে, কতদিন অপূর্ন স্বপ্নের জাল বুনেছি শুধুই তোমাকে ছুঁয়ে । তুমি বোবা হৃদয়ের উষ্ণতায়- কত যে কোমল সেই তো অবুঝ মন- হতবিহবল, অভিলাষী লাসময়ী বাহিক মোহময়ী মাকাল তুমি উন্মত্ত সুনামি বারমুডা ট্রায়াঙ্গাল ।।