স্টাফ রিপোর্টার ঃ জামালপুরের বকশীগঞ্জে ২০ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে আটক করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় কামালপুর এলাকার খামার গেদরা এলাকা থেকে আটক করা হয়।
আটকৃত হলেন পাখিমারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তুফা ও চন্দের বন গ্রামের হুরমুজের ছেলে রন্জু মিয়া।
বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর এলাকার খামারগেদরা থেকে তাদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।