শওকত জামান : শিক্ষার অদম্য আগ্রহী শাকিব নামের এক হতদিরদ্র শারিরীক প্রতিবন্ধি শিশুর শিক্ষা গ্রহনের দায়িত্ব নিলেন আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার সৈয়দ আছাদুজ্জামান বাবু। জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রামের শিশু শাকিব লেখা-পড়া করে মানুষের মতো মানুষ হতে চায় প্রতিবন্ধি শাকিব। তবে পরিবারের আগ্রহের কোন কমতি নেই। কিন্তু অন্যের বাড়িতে আশ্রিত যে মা-বাবার সংসারে নুন আনতে পান্তা ফুরায় ওই পরিবারের পক্ষে সন্তানদের লেখা কারানো তো দুরের কথা তা ভাবাও কঠিন। এর পরও থেমে নেই শাকিবের পরিবার। এই দুরাবস্থার মধ্যেই লেখা-পড়ার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যায় শাকিব। এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যাম ও অনলাইন দৈনিকে প্রকাশিত হলে দৃষ্টি পড়ে আমেরিকার প্রাবাসী জামালপুরের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার সৈয়দ আসাদুজ্জামান বাবুর। তিনি বিদেশের মাটিতে বসে এই শিশুর লেখা-পড়ার দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নেন। যোগাযোগ করেন জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা সাংবাদিক শওকত জামানের সাথে। তিনি ওই সাংবাদিকের কাছে শিশু শাকিবের আজীবন লেখা-পড়ার দায়িত্ব নেয়ার ইচ্ছা পোষন করে নগদ ১০ হাজার টাকা প্রেরণ করেন। এছাড়া প্রতিমাসে লেখা-পড়ার খরচ বাবদ ২ হাজার টাকা খরচ দিবেন তিনি। শুক্রবার বিকেলে মানবাধিকার ও উন্নয়ন কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল হোসাইন ও প্রেসক্লাবের কর্মকর্তা সাংবাদিক শওকত জামানকে সাথে নিয়ে শাকিবের পরিবারের হাতে আমেরিকা প্রবাসী সৈয়দ আছাদুজ্জামান বাবুর পাঠানো অর্থ শাকিবের পরিবারের কাছে হস্তান্তর করেন।