স্টাফ রিপোর্টার : বিক্রেতা ও ক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধি, পণ্যের মান অক্ষুন্ন রাখা, বিভিন্ন দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখা, ওজনে সঠিক দেয়া ও পন্যের অস্বাভাবিক মজুদ রোধে বৃহস্পতিবার বাজার মনিটরিং করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক।
বৃহস্পতিবার প্রায় দিনব্যাপি উপজেলা নির্বাহী আবু হাসান সিদ্দিকসহ এসিল্যান্ড রায়হান আহাম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, এন এম হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, হিন্দু কল্যান পরিষদের সভাপতি বাবু রমেশ চন্দ্রকে সাথে পুরো বাজার মনিটরিং করেন।
তিনি রমাজানের পবিত্রতা ও পণ্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন।